চুয়াডাঙ্গার জীবননগরে ডাকাতির প্রস্তুতিকালে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত লোহার তৈরি ১টি ধারালো হাসুয়া, ১টি ছোট শাবল, ১টি তালা কাটার যন্ত্র, ২টি কাঠের লাঠি, ২টি হ্যাক্স ব্লেড এবং ২০ হাত লম্বা রশি উদ্ধার করা হয়েছে।
গত সোমবার (০১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চুয়াডাঙ্গার গাইদঘাট গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে মো. মিরাজ হোসেন ওরফে রাফেজ (২২) ও একই গ্রামের মৃত বাবুল আক্তারের ছেলে মো. ইউনুছ আলী (৩২)।
মঙ্গলবার (০২ জানুয়ারি) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান।
পুলিশ জানায়, গত সোমবার দিবাগত রাতে জীবননগর উপজেলার দর্শনা-জীবননগর সড়কের উথলী জামতলায় কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে পুলিশ গোপন সূত্রে খবর পায়। এর পরিপ্রেক্ষিতে সেখানে জীবননগর থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মল্লিক শরীফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে রাত আড়াইটার দিকে অভিযানে যান। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত লোহার তৈরি ১টি ধারালো হাসুয়া, ১টি ছোট শাবল, ১টি তালা কাটার যন্ত্র, ২টি কাঠের লাঠি, ২টি হ্যাক্স ব্লেড এবং ২০ হাত লম্বা রশি উদ্ধার সহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে মঙ্গলবার বিকালে তাদেরকে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়।
খুলনা গেজেট/কেডি