আমাদের আইন সম্পর্কে বিদেশিদের পরিষ্কার ধারণা না থাকার কারণে ড. মোহাম্মদ ইউনূসের রায় নিয়ে তারা নেতিবাচক মন্তব্য করছেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, বিদেশিরা তো আমাদের দেশের আইনি ব্যবস্থা সম্পর্কে কোনো কিছুই জানেন না। আমাদের দেশের আইনগত পদ্ধতি, প্রক্রিয়া সম্পর্কে তাদের কোনো পরিষ্কার ধারণা নেই। যার কারণে আমাদের এখান থেকে যা বলা হয়, তারা হয়তো সেটাই অনুসরণ করে।
এসময় তিনি বলেন, নিয়ম মেনেই ড. ইউনূসকে নোটিশ দেয়া হয়েছিল। তিনি অভিযোগ স্বীকার করে নিলেই তো আর বিচার হত না। আর সাজার রায়ের পর তো সবাই নিজেকে নির্দোষ দাবি করে। ড. ইউনূসও সেই দাবিই করেছেন।