সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

ফুলতলায় ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক ১

ফুলতলা প্রতিনিধি

ফুলতলার দক্ষিণডিহি গ্রামের ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আল মামুন খাঁন (৪০) নামে এক লম্পটকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে ওই শিশুর মামা বাদি হয়ে ফুলতলা থানায় মামলা (নং-১২) করেন। পুলিশ আটক মামুন খানকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।

পুলিশ ও এলাকাবাসি জানায়, নড়াইল জেলার কালিয়া উপজেলার নওয়া গ্রামের এক শিশু কন্যা ফুলতলার দক্ষিণডিহি গ্রামস্থ তার মামা বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার সকালে মামার বাড়ির পাশে খেলতে গেলে দামোদর গ্রামের খাঁ বাড়ির মৃত বাবু খাঁনের পুত্র মামুন খান তাকে ফুসলিয়ে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির আর্তচিৎকারে এলাকাবাসি এগিয়ে এসে বিষয়টি বুঝতে পেরে ওই শিশুকে উদ্ধার এবং লম্পট মামুনকে আটক করে। এ সময় তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

ওসি মাহাতাব উদ্দিন বলেন, মামুন খানের বিরুদ্ধে ইতিপূর্বে এ ধরনের আরও ঘটনার অভিযোগ রয়েছে। আইনের মাধ্যমে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন