প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যা. শহীদ আবু সুফিয়ানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। স্মরণ সভায় আরো বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
সভাপতির বক্তৃতায় সিটি মেয়র বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিক নেতা অধ্যাপক আবু সুফিয়ানকে খুব স্নেহ করতেন। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের পথিকৃত জাতীয় রাজনীতিতে ইতিবাচক প্রভাব বিস্তারকারী নেতাকে জাতির পিতা ‘৭৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য জার্মানি থেকে ফেরার পর থেকেই উৎসাহ দিয়েছিলেন। একজন অকুতভয় বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানের এদেশের মানুষের কল্যাণে কাজ করার অসীম স্বপ্ন ছিল। তাঁর নামের সাথে মিশে আছে দেশ প্রেমের দীপ্তমান আভা। তিনি ছিলেন শ্রমজীবী মানুষের প্রেরণার বাতিঘর, বীর প্রতীক খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, শিক্ষানুরাগী, সমাজ সেবক। শিক্ষানুরাগী ত্যাগী এই মুক্তিযোদ্ধা জীবনের স্বল্পতম সময়ে মহসিন কলেজ প্রতিষ্ঠা করেন এবং সেখানে ভাইস-প্রিন্সিপাল হিসেবে শিক্ষকতা করেন। তিনি আরো বলেন, আবু সুফিয়ান কখনও অন্যায়ের কাছে মাথা নত করেননি। এই মুক্তিযোদ্ধা রাজনৈতিক জীবনে বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের খুলনা জেলা শ্রম সম্পাদক নির্বাচিত হন। তাঁর যোগ্য নেতৃত্বে খালিশপুর, দৌলতপুর, আটরা শিল্প এলাকায় ন্যায্য দাবি আদায়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ করেছিলেন। বঙ্গবন্ধু আদর্শের সৈনিক শ্রমিক নেতা অধ্যাপক সুফিয়ান বেঁচে রয়েছেন তাঁর কর্মের মাঝে, তাঁর আদর্শের মাঝে। গণমানুষের এই নেতার প্রতি জানাই অজস্র ভালবাসা ও শ্রদ্ধা।
মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় স্মরণ সভায় মহানগর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, শামছুজ্জামান মিয়া স্বপন, এ্যাড. অলোকা নন্দা দাস, কামরুল ইসলাম বাবলু, মো. মফিদুল ইসলাম টুটুল, এ্যাড. সরদার আনিছুর রহমান পপলু, মাহবুবুল আলম বাবলু মোল্লা, অধ্যা. রুনু ইকবাল বিথার, এস এম আকিল উদ্দিন, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, অধ্যা. এ বি এম আদেল মুকুল, এস এম আসাদুজ্জামান রাসেল, নাছরিন আকতার, বাবুল সরদার বাদল, কাউন্সিলর জিয়াউল আহসান টিটু, মল্লিক নওশের আলী, নুর জাহান রুমি, আঞ্জুমনোয়ারা, বলাকা রায়, মোর্শেদা দেলোয়ার, আরমিন সুলতানা জুঁই, শেখ শামসুদ্দোহা বাঙ্গালী, শেখ আকরাম হোসেন, নাছরিন ইসলাম তন্দ্রা, কবিতা খানম, রোকেয়া রহমান, রেখা খানম, হাসিনা বেগম, এ্যাড. রোজী, এ্যাড. রেহেনা, মো. তাজমুল হক তাজু, রুম্মান আহমেদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুর রহীম খান ও মাওলানা রফিকুল ইসলাম।
খুলনা গেজেট/কেডি