শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

ভারতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আগুন, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের মধ্যপ্রদেশের গুনাতে মালবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে একটি যাত্রীবাহী বাসের। এ ঘটনায় বাসটিতে আগুন ধরে ১৩ জন যাত্রী পুড়ে নিহত হয়েছেন।

বুধবার রাতে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন যাত্রী। জেলা হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুসারে, বুধবার রাতে গুনা-আরন রোডে একটি মালবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে, বাসটিতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। চিৎকার চেঁচামেচি শুনে প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন স্থানীয়রাই। পরে পুলিশ-প্রশাসনের কর্তারা ঘটনাস্থলে আসেন। আসেন জেলাশাসক তরুণ রাঠিও।

জেলাশাসক জানান, জখম যাত্রীরা আপাতত আশংকামুক্ত। নিহত যাত্রীদের দেহ আগুনে এমনভাবে ঝলসে গিয়েছে যে, সেগুলি শনাক্ত করতে ডিএনএ টেস্ট করানো হবে।

তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন জেলাশাসক। পুলিশের এক শীর্ষ আধিকারিক পিটিআই-কে জানান, দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৩০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার খবর পাওয়ার পরেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। নিহতদের পরিবারকে চার লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও করেছেন তিনি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন