শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

ভারতে ইসরায়েলের দূতাবাসের কাছে বিকট বিস্ফোরণ, চিঠি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের দিল্লিতে ইসরায়েলের দূতাবাসের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যার এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দূতাবাসের কূটনীতিক ও কর্মীরা নিরাপদে রয়েছেন। খবর- এনডিটিভি।

দূতাবাস থেকে কয়েক মিটার দূরে একটি খালি জমিতে পুলিশ ইসরায়েলি রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে লেখা একটি চিঠি খুঁজে পেয়েছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এলাকাটি পর্যবেক্ষণ করছে পুলিশ।

ইসরায়েলের উপরাষ্ট্রদূত ওহাদ কায়নার জানিয়েছেন, সন্ধ্যা ৫টার পর দূতাবাস চত্বরের খুব কাছে একটি বিস্ফোরণ ঘটেছে। বিষয়টি নিয়ে ভারতের নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে দূতাবাস।

বিস্ফোরণের পরে দিল্লি পুলিশের একটি দল ইসরায়েলি দূতাবাস পরিদর্শন করেছে। দিল্লির ফায়ার সার্ভিসও সেখানে তল্লাশি চালিয়েছে। তবে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণের ঘটনাটি অনুসন্ধানে ইসরায়েলি কর্তৃপক্ষ ভারতের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে।

২০২১ সালের জানুয়ারিতে দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের কাছে ছোট একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন