সম্প্রতি এক গবেষণা সূত্রে জানা গেছে, উইন্ডোজ ১০-এর আপডেটও বন্ধ হয়ে যাবে। এতে ২৪ কোটির বেশি পারসোনাল কম্পিউটার ব্যবহারকারী সমস্যায় পড়বে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের গবেষণা অনুসারে, ব্যবহার অযোগ্য হয়ে পড়া এসব কম্পিউটার থেকে ৪৮ কোটি কেজির বেশি ই-বর্জ্য তৈরি হবে। অনেক কম্পিউটারে অপারেটিং সিস্টেমটির সমর্থন বন্ধ করা হলেও বেশ কয়েক বছর কার্যকারিতা ধরে রাখার সক্ষমতা রয়েছে। তবে সতর্কবার্তায় ক্যানালিস জানায়, নিরাপত্তা আপডেট না আসার কারণে সেসব ডিভাইসের চাহিদা কমে যেতে পারে।
২০২৮ সালের অক্টোবর পর্যন্ত বার্ষিক ফির বিনিময়ে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসগুলোয় নিরাপত্তা আপডেট দেয়া হবে। তবে ওই ফি কত হতে পারে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। ক্যানালিসের মতে, উইন্ডোজ ১০-এর জন্য মাইক্রোসফটের নতুন এ প্যাকেজ মূল্য ব্যবহারকারীর জন্য আর্থিকভাবে লাভজনক হতে পারে। তবে এতে অনেক বেশিসংখ্যক পুরনো পিসি ফেলে দিতে হতে পারে, যার ফলে ইলেকট্রনিক বর্জ্য বেড়ে যাবে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর নাগাদ উইন্ডোজ ১০ সমর্থন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট।
খুলনা গেজেট/ এএজে