বাগেরহাটে ২৫ অতিথি পাখিসহ ৩ শিকারীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার (২৪ ডিসেম্বর) সকালে বাগেরহাট সদর উপজেলার ধুম কালিপুর এলাকা থেকে এই বিক্রেতাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫টি খেনি ও ১০টি হাস পাখি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর এলাকার ফারুক দর্জি (৩১), চিতলমারী উপজেলার সোনাখালী গ্রামের রুবেল ফকির (৩২) এবং একই উপজেলার চর কুড়ালতলা গ্রামের মিলন সরদার (৩৪)।
এদিন বিকেলে বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদলত-১ এর বিচারক মোঃ কামরুল আজাদ আটককৃতদের কারাগারে প্রেরণ ও পাখিগুলোকে নদী সংলগ্ন উন্মুক্ত স্থানে অবমুক্ত করার নির্দেশ দেন। আদালতের নির্দেশে বাগেরহাট শহরের ভৈরব নদী সংলগ্ন পুরাতন বাজার পৌরঘাট এলাকায় পাখি গুলোকে অবমুক্ত করে সদর থানা পুলিশ।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অতিথি পাখিসহ তিন বিক্রেতাকে আটক করা হয়েছে। বিক্রেতাদের স্বীকারোক্তি অনুযায়ী এই পাখিগুলো তারা নোয়াখালির হাতিয়া থেকে ধরা হয়েছে। হাতিয়ার লোকজনই এই পাখি তাদের কাছে বিক্রি করেছেন। আদালত আটককৃতদের কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। পাখিগুলোকে আদালতের নির্দেশে ভৈরব নদীর তীরে অবমুক্ত করা হয়েছে।
খুলনা গেজেট/ এএজে