উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণে সব প্রার্থীর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবীবুল আউয়াল। তিনি বলেন, ‘প্রার্থীদের আন্তরিক সহযোগিতা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্ভব নয়। তারা আচরণবিধি না মানলে নির্বাচন ভন্ডুল হয়ে যেতে পারে।’
রবিবার (২৪ ডিসেম্বর) সকালে ময়মনসিংহের জেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এর আগে জেলার ১১টি আসনের প্রার্থীদের সঙ্গে মত বিনিময় করেন সিইসি। এরপর দুপুরে নগরীর তারেক স্মৃতি মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার নির্বাচন কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিফ্রিং করেন।
সাংবাদিকদের সিইসি বলেন, ‘ভোটের আগে কী হলো সেটি মানুষ ভুলে যাবে। তবে ভোটের দিন কোনও কারচুপি হলে কিংবা ভোটকেন্দ্রে জবরদস্তি হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না।’
এবারে এরকম কোনও সম্ভাবনার বিষয় নাকচ করে দিয়ে সিইসি বলেন, ‘কারচুপি হলে রিটার্নিং অফিসার, এমনকি প্রিজাইডিং অফিসার ভোট বন্ধ করে দিতে পারবেন।’
এ সময় নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম, বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, ডিআইজি শাহ আবিদ হোসেন, জেলা প্রশাসক দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁইয়া এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।