বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চান না তামিম : জালাল ইউনুস

ক্রীড়া প্রতিবেদক

ওয়ানডে বিশ্বকাপে থেকে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় দলের তারকা ওপেনার তামিম ইকবালকে নিয়ে আলোচনা। এই আলোচনা এখনও চলছে। এবার বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চান না তামিম।

রোববার (২৪ ডিসেম্বর) বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলেন জালাল ইউনুস। সে সময়ে তামিম ইকবালকে নিয়ে নতুন তথ্য দিয়েছেন বিসিবির এই কর্মকর্তা।

জালাল ইউনুস বলেছেন, ‘তামিমের ব্যাপারে আগেও আলাপ হয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন না। তামিম নির্বাচকদের সঙ্গে কথা বলেছিল, প্রধান নির্বাচকের সঙ্গে কথা বলেছে, আমার সঙ্গেও কথা বলেছে। বিসিবির ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তিতে নিজেকে না রাখার অনুরোধ করেছন তামিম ইকবাল।’

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আরও বলেছেন, ‘সিলেক্টররা সেন্ট্রাল কন্টাক্ট নিয়ে বসেছিল। একটা ড্রাফট দেওয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত করা হবে। বিসিবি সভাপতির সঙ্গে তামিমের বসার কথা আছে। নিজের ফিউচার প্ল্যান জানাবে। তার আগে কন্টাক্টে না রাখার অনুরোধ করেছেন তিনি। বসার পরে জানাবেন কি করতে চাচ্ছেন।’

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটিই তামিম ইকবালের সবশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে আছে। বিশ্বকাপে খেলার কথা থাকলেও নানা নাটকীয়তার পর স্কোয়াডে জায়গা হয়নি এই দেশসেরা ওপেনারের। তার আন্তর্জাতিক ক্যারিয়ারের পাশে এখন বড় একটা প্রশ্নবোধক চিহ্ন ঝুলছে। আদৌ তামিমকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যাবে কি-না তা নিয়ে শঙ্কা বাড়ছেই। এরই মধ্যে কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার প্রসঙ্গ এসেছে।

এর আগে মাঠে ফেরার বিষয়ে সংবাদ সম্মেলনে এসে তামিম বলেছিলেন, ‘আগামী জানুয়ারিতে বিপিএল দিয়ে আমি আবারও ক্রিকেটে ফিরবো।’ বিপিএল দিয়ে পেশাদার ক্রিকেটে ফেরার ঘোষণা দিলেও আন্তর্জাতিক ক্রিকেটের বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

খুলনা গেজেট/ এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন