‘ক্লোজ আপ ওয়ান’ তারকা ও নন্দিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিনা আবিদ শাহরিয়ার বাপী’র ৩৪তম জন্মদিন আগামীকাল। ১৯৮৬ সালের ১৮ জুলাই তিনি জন্মগ্রহণ করেন। মাত্র ২৫ বছর বয়সে ২০১১ সালের ২৯ জুলাই শিল্পী আবিদ কক্সবাজার সমুদ্র সৈকতে সলিল সমাধিতে চিরবিদায় নেন।
মিনা আবিদ শাহরিয়ার বাপী’র কণ্ঠের রবীন্দ্রসঙ্গীত ‘পাগলা হাওয়ার বাদল দিনে’সহ অনেক গান সঙ্গীতপ্রিয় মানুষের কণ্ঠে ধ্বনিত হয়। শিল্পীর সঙ্গীত এ্যালবাম ‘এতো ভালোবাসি’, ‘ভালোবাসার প্রহর’, ‘হে বন্ধু হে প্রিয়’, ‘নব আনন্দে জাগো’। এছাড়া খুব কম বয়সেই আবিদ সবার মনে জায়গা করে নিয়েছিল।
প্রতি বছর শিল্পী স্মরণে শিল্পী আবিদ স্মৃতি পরিষদ ‘শিল্পী আবিদ উৎসব’সহ নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। কিন্তু এবার করোনা বিশ্ব সংকটে ‘শিল্পী আবিদ স্মৃতি পরিষদ’ শিল্পীর নগরীর দৌলতপুর মহেশ্বরপাশাস্থ সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ স্বল্প পরিসরে শিল্পী আবিদকে স্মরণ করার কর্মসূচি গ্রহণ করেছে।
খুলনা গেজেট / এনআইআর