শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

পকিস্তানে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল

ক্রীড়া প্রতিবেদক

সাদা বলের ক্রিকেট খেলতে পাকিস্তানে পৌঁছেছে জিম্বাবুয়ে। মঙ্গলবার সকালে দেশটির রাজধানী ইসলামে বাদে পৌঁছায় চামু চিবাবা নেতৃত্বাধীন দলটি।

সফরে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিবে আফ্রিকা মহাদেশের দলটি।

এক সপ্তাহের কোয়ারেন্টিন শেষে ২৮ অক্টোবর থেকে শুরু হবে সফরকারীদের অনুশীলন। পাকিস্তান-জিম্বাবুয়ের ওয়ানডে ম্যাচগুলো আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ।

সূচি অনুযায়ী আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। ম্যাচগুলো বসবে লাহোরে। তবে বিপত্তি মুলতান নিয়ে। এখানে অনুষ্ঠিত হবার কথা ছিল টি-টোয়েন্টি সিরিজ।

কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো মুলতানের বদলে সরিয়ে নেয়া হয়েছে রাওয়ালপিন্ডিতে।  আগামী ৭, ৮ ও ১০ নভেম্বর পিন্ডি স্টেডিয়ামে বসার কথা ম্যাচগুলো।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন