শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

চিতলমারীতে মৎস্য ঘের থেকে চিংড়ি চাষির মৃতদেহ উদ্ধার

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে ফরিদ শেখ (৫৫) নামে এক চিংড়ি চাষির মরদেহ পুলিশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে ওই চাষির বাড়ি সংলগ্ন মাছের ঘেরের পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ফরিদ শেখ চিতলমারী সদর ইউনিয়নের আড়ুয়াবর্নি চরপাড়া গ্রামের মৃত রোকন উদ্দিন শেখের ছেলে।

ঘটনাস্থল থেকে চিতলমারী থানার ওসি (তদন্ত) মোঃ তরিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ফরিদের মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিক তদন্ত চলছে। প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন