খুলনার আড়ংঘাটা থানাধীন তেলিগাতী কুয়েট রোডে অবস্থিত খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দূনীতি, স্বেচ্ছাচারিতা, সরকারি সম্পদ নষ্ট, প্রশিক্ষণ গাড়ী ব্যক্তিগত কাজে ব্যবহার, প্রশিক্ষণের কাঁচামালের অর্থ আত্মসাৎ, দীর্ঘদিন প্রশিক্ষকদের সম্মানী প্রদান না করা, অধীনস্থ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বিভিন্ন ভাষায় গালি গালাজসহ হুমকি-ধামকি, শারীরিকভাবে লাঞ্চিত করাসহত তার বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিএমইটি(ঢাকা)’র পরিচালক(প্রশিক্ষণ মান ও পরিকল্পনা) মোঃ আকরাম আলী এবং বিএমইটি(ঢাকা)’র উপ-পরিচালক(প্রশিক্ষণ মান ও পরিকল্পনা) মোঃ রফিকুল ইসলামের সমন্বয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আগামী সাত কর্মদিবসের মধ্যে সার্বিক বিষয়ে সরেজমিনে তদন্তপূর্বক সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রশাসন (আইন ও বিধি) শাখার উপসচিব (পরিচালক-প্রশাসন ও অর্থ) কাইজার মোহাম্মদ ফারাবী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ প্রদান করা হয়।
উল্লেখ্য গত ৭ ডিসেম্বর থেকে প্রতিষ্ঠানের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলামের উপর নানাবিধ কারণে নাখোশ প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীদের একাংশ তার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ উত্থাপন করে তার অপসারণের দাবিতে আন্দোলন করে আসছে।