মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহত ৯০

আন্তর্জাতিক ডেস্ক

গাজার উত্তরাঞ্চলে অবস্থিত জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। এতে ৯০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১০০ জন। খবর আল জাজিরা

স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে ফিলিস্তিনিদের নিউজ এজেন্সি ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১৭ ডিসেম্বর) চালানো ওই হামলায় জাবালিয়াতে অবস্থিত আল বারসা এবং আলওয়ান আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওয়াফার প্রতিবেদনে আরও বলা হয়েছে, জাবালিয়াতে চালানো ইসরায়েলের হামলায় নারী ও শিশুরা নিহত হয়েছে। এতে আরও অনেকে নিখোঁজ রয়েছে।

স্থানীয় নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা করছেন। তারা ধারণা করছেন, নিখোঁজরা ধ্বংসস্তূপের নিচে চাঁপা পড়েছে।

এ হামলায় যারা আহত হয়েছে, তাদের মধ্যে অনেক শিশুও রয়েছে। তাদের উদ্ধার করে স্থানীয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। কিন্তু ওই মেডিকেল সেন্টারটিতে নতুন কোনো রোগীদের সেবা দেওয়ার মতো সুযোগ নেই।

ইসরায়েলের এ হামলায় ফিলিস্তিনের জিহাদি গোষ্ঠীর মুখপাত্র দাউদ শিহাবের ছেলে মারা গেছে। হামাসের তরফ থেকে বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

হামাসের মুখপাত্র দাউদ শিহাব বলেন, আমরা বিশ্বাস করি হামলায় নিহত অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। তারা বের করে আনা সম্ভব হচ্ছে না। কারণ ইসরায়েলের একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।

গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের চালানো হামলায় এ পর্যন্ত ১৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন