বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২
যুব এশিয়া কাপ ফাইনাল

শিবলির সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রথমবারের মতো যুব এশিয়া কাপের শিরোপা জয়ের সুযোগ বাংলাদেশের সামনে। ২০১৯ আসরে ফাইনালে খেললেও শিরোপা জেতা হয়নি যুবাদের। এবার সেই আক্ষেপ ঘোচাতে মরিয়া রাব্বিরা। সেই লক্ষ্যে আরব আমিরাতে বিপক্ষে ফাইনালে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ।

৪২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৯ রানে ব্যাট করছে বাংলাদেশ। ১০০ রানে শিবলি ও ৪৭ রানে আছেন আরিফুল।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আরব আমিরাত। ব্যাট করতে নেমে শুরুতেই জিসান আলমকে হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ৭ রানে ওমিদ রেহমানের বলে বিদায় নেন তিনি। জিসানকে হারালেও শিবলি-রিজওয়ানের ব্যাটে ভর করে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ।

দুজনে মিলে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নিচ্ছিলেন। তবে মাঝপথেই থামতে হলো রিজওয়ানকে। ৩১ ওভারে ধ্রুভ পারাশারকে উড়িয়ে মারতে গিয়ে বাদামির তালুবন্দি হন রিজওয়ান। আউটের আগে ৪ বাউন্ডারি ও ১ ছক্কার মারে ৭১ বলে ৬০ রান করেন এই ব্যাটার। তার বিদায়ে ক্রিজে শিবলির সঙ্গী হয়েছেন আরিফুল ইসলাম।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন