বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

৩৬ রানে ভারতের ৪ উইকেট নিল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বল হাতে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। ভারতের টপ অর্ডার ধসিয়ে দিয়েছেন বাঁ-হাতি পেসার মারুফ মৃধা। তার তোপে ৩৬ রানে ৪ উইকেট হারিয়েছে ভারতের অনূর্ধ্ব-১৯ দল।

শুক্রবার দুবাইয়ে আইসিসির একাডেমি মাঠে টস জিতে বোলিং নেয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে ১৩ রানে ৩ উইকেট হারায় ভারত। তিনটি উইকেটই তুলে নেন ১৭ বছরের মারুফ। এরপর ৩৬ রানে তারা হারায় চতুর্থ উইকেট।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত অনূর্ধ্ব-১৯ দল ১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫২ রান তুলেছে। তিনে নেমে ক্রিজে থাকা প্রিয়াংশু মলিয়া ১৫ রান করে ক্রিজে আছেন। তার সঙ্গী মুশের খান।

এর আগে ভারতের হয়ে সর্বোচ্চ ১৬ রান করেন শচীন দাস। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে একটি উইকেট নিয়েছেন রহনাত দৌলা বর্ষণ।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন