মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

উগান্ডায় সিরিয়াল কিলারের ১০৫ বছরের কারাদণ্ড

গেজেট ডেস্ক

উগান্ডায় ২৫ বছর বয়সী মুসা মুসাসিজি নামের সিরিয়াল কিলারকে ১০৫ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। বুধবার তিন নারীকে হত্যার দায়ে তাকে সাজা দিয়েছে কামপালা আদালত।

আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, মুসাসিজিকে ২০২১ সালের মার্চ মাসে পাঁচ নারী ও এক শিশুকে হত্যার সন্দেহে গ্রেফতার করা হয়েছিল। তারপর আবার গত জুলাই মাসে এক নারীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়।

আদালতের শুনানিতে বলা হয়েছে, প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর ওই তিন নারীকে যৌন নির্যাতন করে মুসা। তারপর তাদেরকে হত্যা করে। মৃতদেহ লুকানোর জন্য পুড়িয়ে ফেলে খুনি।

বিচারপতি মার্গারেট মুটোনি বলেছেন, মুসাসিজির ছয় বছর বয়সী মেয়েসহ তরুণীদের সুরক্ষার জন্য দীর্ঘ সাজা জরুরি ছিল।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন