মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

দিল্লি গেলেন বিএনপি নেতা মেজর হাফিজ

গেজেট ডেস্ক

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ দিল্লি গেছেন।বৃহস্পতিবার দুপুর আড়াইটায় এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজে তিনি ঢাকা ত্যাগ করেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মেজর (অব.) হাফিজ জানান, দিল্লির ফরটিস হাসপাতালে তাঁর হাঁটুতে অস্ত্রোপচার করা হবে।

গত মঙ্গলবার স্ত্রী দিলারা হাফিজসহ তাঁর দিল্লি যাওয়ার কথা ছিল। কিন্তু তাঁর স্ত্রীকে যেতে দিলেও হাফিজ উদ্দিনকে বিমান বন্দর ইমিগ্রেশন দিল্লি যেতে বাধা দিয়েছিল।  তিনি সেদিন ফেরত আসেন। বুধবার হাফিজ উদ্দিন তাঁকে বিদেশ যেতে বাধা দেওয়ার বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন। এরই মধ্যে আজ তিনি দিল্লি গেলেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন