মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ঘুমে ব্যাঘাত ঘটানোয় মালয়েশিয়ায় বাংলাদেশি যুবককে কুপিয়ে হত্যা

গেজেট ডেস্ক

মালয়েশিয়ায় মোহাম্মদ সবুজ (২৮) নামে এক বাংলাদেশি যুবককে কুপিয়ে হত্যা করেছে আরেক বাংলাদেশি। মঙ্গলবার সকালে মালয়েশিয়ার জহুর প্রদেশে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ঘুমে ব্যাঘাত ঘটানোয় মোহাম্মদ সবুজ নামে এক বাংলাদেশিকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে আরেক বাংলাদেশি।

রাজ্যের ক্লুয়াং পুলিশপ্রধান বাহরিন নোহ বলেন, নিহত মোহাম্মদ সবুজ একটি সুপার মার্কেটে কাজ করতেন। তার মাথায় ও ঘাড়ে ক্ষতচিহ্ন রয়েছে। ঘটনার পর ২৫ থেকে ৩০ বছর বয়সি পাঁচ বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটকদের প্রস্রাব পরীক্ষায় মাদকের প্রমাণ পাওয়া গেছে। বুধবার তাদের রিমান্ডে নেওয়া হবে বলে জানা গেছে।

আটক সন্দেহভাজনদের একজন যিনি নিহতের সঙ্গে একই কক্ষে থাকতেন। তিনি স্বীকার করেছেন যে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছেন। ওই চাপাতিটি তার কক্ষে পাওয়া গেছে।

বাহরিন জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে পুলিশ একজন বাংলাদেশি নাগরিকের ফোনে একজন গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার খবর পায়। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন