সিলেট টেস্ট জয়ের স্বস্তি ঢাকা টেস্টের প্রথম দিনের প্রথম সেশনেই উবে গেছে। লাঞ্চে যাওযার আগে ৪ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। একে একে ব্যর্থ হন ওপেনার জাকির হাসান ও মাহমুদুল জয়। রান করতে পারেননি মুমিনুল ও শান্ত। ওই বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করা মুশফিক হাত দিয়ে বল ফিরিয়ে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট হয়েছেন।
বাংলাদেশ প্রথম সেশনে ৪২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৫ রান করেছে। দ্বিতীয় সেশনে ব্যাট করা তরুণ শাহাদাত হোসেন ২২ রান করেছেন। তার সঙ্গী মেহেদী মিরাজ। পায়ের ইনজুরি নিয়ে খেলা মুশফিক ৮৩ বলে ৩৫ রান করে আউট হয়েছেন।
বাজে শট খেলে জাকির হাসান (৮) দলকে প্রথম বিপদে ফেলেন। ওপেনার জয় পরেই ১৮ রান করে ফিরে যান। কাট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে মুমিনুল হক (৫) দলের বিপদ বাড়ান। এরপর অধিনায়ক শান্ত (৯) ফিরলে ৪৭ রানে ৪ উইকেট হারিয়ে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
নিউজিল্যান্ডের হয়ে উইকেট চারটি ভাগ করে নিয়েছেন দুই বাঁ-হাতি কিউই ব্যাটার এজাজ প্যাটেল ও মিশেল স্যান্টনার। এর আগে ঢাকা টেস্টেও টস পক্ষ আসে বাংলাদেশ দলের। অনুমিতভাবেই ব্যাটিং নেন শান্ত। বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে।
বাংলাদেশের একাদশ: মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, নুরুল হাসান (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।
নিউজিল্যান্ডের একাদশ: টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম লাথাম, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, এজাজ প্যাটেল।
খুলনা গেজেট/এনএম