সরকারি অনুমোদন ছাড়া অবৈধভাবে ভিওআইপি সরঞ্জাম ব্যবহার করায় মেহেদী হাসান নামের এক যুবককে আটক করেছে র্যাব-৬। রোববার রাতে খুলনা নগরীর মুজগুন্নি আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়।
এ সময় ১৮টি ভিওআইপি সিমবক্স, ১৯টি রাউটার, ৩টি রাউটার সুইজ, ৩ হাজার ৭০০ পিস সিমকার্ড, ২০টি বিভিন্ন ধরনের ক্যাবল, ২৪টি চার্জার, ৬টি অ্যাডেপটার ও ৩টি মডেম উদ্ধার করা হয়।
র্যাব-৬ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযুক্ত মেহেদী হাসান ভিওআইপি সরঞ্জামের মাধ্যমে টেলিযোগাযোগ ব্যবস্থা স্থাপন করে অবৈধভাবে আন্তর্জাতিক কল রাউট করতো। এতে সরকার লাখ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়ে আসছিলো। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা তথ্যের মধ্যমে তাকে আটক করে। এ ঘটনায় মেহেদীর বিরুদ্ধে মামলা এবং সোমবার তাকে নগরীর খালিশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।