বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

ফুলতলায় ৭৫ ব্যারেল তেল চুরি, ৯ মাস পর পিকআপসহ আটক ১

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা থানার উত্তরপাশে পেট্রোল পাম্প সংলগ্ন একটি গোডাউনের সামনে দাড়িয়ে থাকা ট্রাক বোঝাই ৭৫ ব্যারেল তেল চুরি ঘটনার দীর্ঘ ৯ মাস পর মোঃ নজরুল ইসলাম (৫০) কে পিকআপসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার তদেরপাড়ার আঃ সাত্তারের ছেলে ।

থানার এস আই শফিকুল ইসলাম জানায়, ফুলতলা বাজারের ব্যবসায়ী বিপ্রদাস কুন্ডুর গুদামের সামনে ৭৫ ব্যারেল তেল নিয়ে ড্রাইভার আনলোড করার জন্য দাড়িয়ে ছিল। এ সময় কৌশলে কয়েকজন দুর্বৃত্তরা ওই্ তেল বোঝাই ট্রাকটি নিয়ে গত ১৪ মার্চ ২৩ তারিখ পালিয়ে যায়। এ ঘটনায় বিপ্রদাস বাদি হয়ে ফুলতলা থানায় দায়ের করেন।

দীর্ঘ ৯ মাস পর ফুলতলা থানা পুলিশ চুরির সাথে জড়িত থাকা সন্দেহে নজরুল ইসলামকে ঢাকার আব্দুল্লাহপুর এলাকা থেকে গ্রেপ্তার করে।

তার স্বীকারোক্তি মোতাবেক চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন