খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  খুলনা, বরিশালে আজ বৃষ্টি হতে পারে

নির্বাচন বর্জনকারী ৬৩টি দলের নাম জানালো বিএনপি

গেজেট ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে বিএনপিসহ ৬৩টি রাজনৈতিক দল। এসব দলের মধ্যে সরকারের পদত্যাগ দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা ৩৯টি দল ছাড়াও বাম জোট ও ইসলামী রাজনৈতিক দল রয়েছে। শুক্রবার (০১ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
যেসব দল নির্বাচন বর্জন করেছে সেগুলো হলো-
“যুগপৎ ৩৯”
১. বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি
“গণতন্ত্র মঞ্চ”
২. জাতীয় সমাজতান্ত্রিক দল ( জেএসডি)
৩. নাগরিক ঐক্য
৪. বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
৫. ভাসানী অনুসারী পরিষদ
৬. রাষ্ট্র সংস্কার আন্দোলন
৭. গণসংহতি আন্দোলন

“১২ দলীয় জোট”
৮. জাতীয় পার্টি ( কাজী জাফর)
৯. বাংলাদেশ এলডিপি
(শাহাদাত হোসেন সেলিম)
১০. জাতীয় গণতান্ত্রিক পার্টি – (জাগপা রাশেদ প্রধান)
১১. জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
১২. বাংলাদেশ লেবার পার্ট ( ফারুক রহমান)
১৩. ইসলামিক ঐক্যজোট
১৪. ন্যাপ ভাসানী
১৫. ইসলামিক পার্টি
১৬. বাংলাদেশ জাতীয় দল
“জাতীয়তাবাদী সমমনা জোট”
১৭. ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)
১৮. জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা খন্দকার লুৎফর রহমান)
১৯. বিকল্প ধারা বাংলাদেশ
২০. গণদল
২১. ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)
২২. বাংলাদেশ ন্যাপ
২৩. বাংলাদেশ সাম্যবাদী
২৪. ডেমোক্রেটিক লীগ
২৫. বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি
২৬. বাংলাদেশ মুসলিম লীগ
২৭.পিপলস পার্টি

“গণতান্ত্রিক বাম ঐক্য”
২৮. সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি
২৯. বাংলাদেশের সাম্যবাদী দল ( এম এল)।
৩০. সমাজতান্ত্রিক মজদুর পার্টি
৩১. প্রগতিশীল গণতান্ত্রিক দল ( PDP)

৩২. গণফোরাম
৩৩. পিপলস পার্টি

৩৪. লিভারেল ডেমোক্রেটিক
৩৫. গণ অধিকার পরিষদ
৩৬. জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)
৩৭. বাংলাদেশ লেবার পার্টি
৩৮. আমার বাংলাদেশ (এবি) পার্টি
৩৯. গণ অধিকার পরিষদ ( ডক্টর রেজা কিবরিয়া ও ফারুক হাসান)

১. ইসলামি আন্দোলন বাংলাদেশ
“সমমনা ইসলামি দল সমূহ”
১. খেলাফত মজলিস
২. জমিয়তে উলামায়ে ইসলাম
৩. বাংলাদেশ খেলাফত মজলিস
৩. বাংলাদেশ মুসলিম লীগ
৪. নেজামে ইসলাম পার্টি

১. জাতীয় পার্টি ( আন্দালিব রহমান পার্থ)
১. জামায়াতে ইসলামী
“বাম গণতান্ত্রিক জোট”
১. বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)
২. বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ),
৩. বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী),
৪. বাংলাদেশের কমিউনিস্ট লীগ,
৫. গণতান্ত্রিক বিপ্লবী পার্টি,
৬. বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন

“ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা”
১. বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন
২. নয়া গণতান্ত্রিক গণ মোর্চা
৩. গণমুক্তি ফোরাম
৪. জাতীয় গণতান্ত্রিক

“গণমঞ্চ”
১. বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মাহবুব)
জাতীয় মুক্তি কাউন্সিল ও জাতীয় গণফ্রন্ট
২. জাতীয় মুক্তি কাউন্সিল
৩. জাতীয় গণফ্রন্ট
৪. বাংলাদেশ জাসদ
(মোট- ১৪ টি)
১. ন্যাশানাল আওয়ামী পার্টি বাংলাদেশ-ন্যাপ
১ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!