খুলনা, বাংলাদেশ | ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  কয়েকজন বিচারপতির আচরণের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান চলছে, এ বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে : সুপ্রিম কোর্ট
  সব রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিকালে
  ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজে টেস্ট জয় বাংলাদেশের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮০ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী ঘোষণা

গেজেট ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ২৮০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল বিএনপি। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর তোপখানার মেহেরবা প্লাজায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপ্রাপ্তদের তালিকা ঘোষণা করেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার।

বাকি ২০টি আসনে মনোনয়নপ্রাপ্তদের তালিকা পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।

তালিকা ঘেটে দেখা গেছে, কোনো কোনো আসনে একাধিক প্রার্থীর নাম আছে।

এর ব্যাখ্যায় তৈমুর আলম খন্দকার বলেন, একাধিক প্রার্থী যোগ্য বিবেচনায় মনোনয়নের প্রত্যায়নপত্র দেওয়া হয়েছে। এরপর জোটের সঙ্গে আলোচনা করে ওইসব আসনগুলোতে প্রার্থী চূড়ান্ত করা হবে।
তৈমুর আলম খন্দকার বলেন, ‘আমরা ৩০০ আসনেই প্রার্থী দেব। বাকি ২০ জনের নাম রাতের মধ্যেই আমরা ফাইনাল করব।

আমাদের ৫০০টির বেশি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এখনও যে কেউ চাইলে মনোনয়ন কিনতে পারেন।’  এর আগে ১৮ নভেম্বর থেকে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করে তৃণমূল বিএনপি। ২৫ নভেম্বর থেকে দলটি দলীয় প্রার্থীদের সাক্ষাত্কার গ্রহণ শুরু করে।

তফসিল অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) পর্যন্ত মনোনয়ন দাখিলের সুযোগ আছে প্রার্থীদের।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!