বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

কয়রায় পুকুর থেকে ইউনিলিভার কর্মীর লাশ উদ্ধার

কয়রা প্রতিনিধি

খুলনার কয়রায় সরকারি পুকুর থেকে সাগর সাহা (৩০) নামের ইউনিলিভার কোম্পানির এক কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার বাগালী ইউনিয়নের ইসলামপুর সরকারি পুকুরের ইজারাদার মোশারফ হোসেন লাশ ভাসতে দেখেন। পরে কয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।

নিহত সাগর সাহা পাইকগাছা উপজেলার নাছিরপুর গ্রামের শংঙ্কর সাহার ছেলে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকান্ড বলে ধারণা করছি।লাশের ময়নাতদন্তের জন্য লাশটি সুরতহাল শেষে খুলনা মেডিকেলে প্রেরণ করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন