খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি, রাজি পাকিস্তান; ভারতের ম্যাচ দুবাইয়ে : বিসিবিআই সূত্র
  গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত, গুম কমিশনের সুপারিশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে

আমরা একবারও বলিনি তফসিল পেছানো কথা : ইসি আহসান হাবিব

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, পশ্চিমা দেশের কোন চাপ মোটেও নেই। যেটা আছে, ওটা রাজনৈতিক সমস্যা। আমাদের সমস্যা না। আমাদের প্রতি কোন চাপ নেই। দেশের প্রতি চাপ আছে কিনা আমি জানি না। সেটা সরকার বুঝবে, সেটা রাজনৈতিক ব্যক্তিবর্গ বুঝবে।

তিনি সোমবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার আহসান হাবিব আরও বলেন, আমরা একবারও বলিনি তফসিল পেছানো কথা। সব দল অংশগ্রহণ করুক এটা আমাদের মনে প্রানে ইচ্ছা। তফসিল পেছানোর বিষয়ে কোন দল আবেদন করলে আমরা আন্তরিকভাবে কমিশন মিটিংয়ে বিবেচনা করার চেষ্টা করবো। আলোচনার পর সিদ্ধান্ত নিবে। আমাদের বাধ্যবাধকতা রয়েছে ২৮ জানুয়ারির মধ্যে শপথ নেওয়াতে হবে। সেই সময় থাকলে আমরা কমিশন বসে আলোচনা করবো, আমাদের টাইম ফ্রেমের মধ্যে যদি সম্ভব হয় অবশ্যই করবো।

তিনি বলেন, ইভিএম যখন ছিল আমাদের একটা কন্ট্রোল ছিল। ব্যালটেও যে সঠিকভাবে নির্বাচন করা সম্ভব সকলের সহযোগিতায় এমন একটা নির্বাচন উপহার দেবো যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদাহরণ হয়ে থাকবে। এবং ভবিষ্যতে যারা নির্বাচন করতে আসবে তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করে নতুন পথ অবলম্বন করে আরো ভালো করবে ইনশাআল্লাহ। এবারের নির্বাচনে ভোটার পার্সেন্টেজ ভালো হবে বলে আমরা আশা করি।

সভায় খুলনা বিভাগীয় কমিশনার, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, যশোর, সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট ও খুলনা জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!