নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজও রয়েছে বাংলাদেশের। টেস্ট ম্যাচগুলো বাংলাদেশে হলেও ওয়ানডে সিরিজ হবে নিউজিল্যান্ডে। ১৭ ডিসেম্বর হবে সিরিজের প্রথম ওয়ানডে। টেস্ট সিরিজের প্রস্তুতির মধ্যেই ওয়ানডে সিরিজের জন্য অনুশীলন চালিয়ে যাচ্ছেন সাদা বলের দলে সুযোগ পেতে যাওয়া সম্ভাব্য ক্রিকেটাররা। সেই দলে একাধিক চমক থাকতে পারে।
ধারণা করা হচ্ছে, টেস্ট সিরিজ শেষ হওয়ার আগেই ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করতে পারে বিসিবি। সেই সিরিজে বড় চমক হিসেবে সুযোগ পেতে পারেন সৌম্য সরকার। একই সঙ্গে দলে থাকার সম্ভাবনা রয়েছে বিজয়েরও। সৌম্য-বিজয় ছাড়াও তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, তানজিম হাসান সাকিবদের সাদা বলে অনুশীলন করতে দেখা গেছে।
অ্যাওয়ে সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭, ২০ ও ২৩ ডিসেম্বর। সেই সিরিজেও সাকিব, তামিমের খেলা নিয়ে রয়েছে সংশয়।
খুলনা গেজেট/এনএম