খুলনা, বাংলাদেশ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪
  আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার, বাক স্বাধীনতার : ড. ইউনূস
  জুলাই-আগস্টে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে সময় লাগবে : উপদেষ্টা আসিফ

কলম্বিয়ার সাবেক সেনা কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কলম্বিয়ার সাবেক সেনা কর্মকর্তা জেনারেল জেসাস আরমান্ডো আরিয়াস ক্যাব্রালেসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৪ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। এর ফলে সাবেক এ সেনা কর্মকর্তা, তার স্ত্রী মারথা পলিনা ইসরাজা ডা আরিয়াস, সন্তান ফ্রাঁসিসকো আরমান্ডো আরিয়াস ইসরাজা এবং মারথা লুসিয়া আরিয়াস ইসাজা যুক্তরাষ্ট্রে প্রবেশের বৈধতা হারিয়েছেন। অর্থাৎ, তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে ম্যাথিউ মিলার জানান, ১৯৮৫ সালে প্যালেস অব জাস্টিস অব বোগোটা দখলের সময় ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত কলম্বোর সাবেক এই জেনারেল। বিবৃতিতে তিনি বলেন, ২০১৬ সালের শান্তিচুক্তিতে অব্যাহতভাবে সমর্থন করে যুক্তরাষ্ট্র।

প্রসঙ্গত, ১৯৮৫ সালে বোগোটায় প্যালেস অব জাস্টিসে আক্রমণ চালানো হয়। ওই অভিযানে প্যালেস অব জাস্টিস বামপন্থী এম-১৯ গেরিলা গ্রুপের সদস্যরা দখলে নেয় এবং সুপ্রিম কোর্টকে জিম্মি করে। এর উদ্দেশ্য প্রেসিডেন্ট বেলিসারিও বেতানকারের বিরুদ্ধে বিচার করা। এই গেরিলা গ্রুপ নিজেদের পরিচয় দেয় ‘ইভান ম্যারিনো ওসপিনা কোম্পানি’ হিসেবে।

১৯৮৫ সালের ২৮ আগস্ট কলম্বিয়ার সেনাবাহিনী এম-১৯ এর একজন কমান্ডারকে হত্যা করে তারা। এর কয়েক ঘণ্টা পরেই এ ঘটনায় সুপ্রিম কোর্টের ২৫ জন বিচারকের মধ্যে অর্ধেককে হত্যা করে ওই গেরিলা গ্রুপের সদস্যরা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!