জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ্, খুলনা জেলা শাখার আয়োজনে সংগঠনের কেন্দ্রীয় তত্ত্বাবধানে শুক্রবার (২৪ নভেম্বর ) দিনব্যাপী রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে পরিষদের সভাপতি প্রফেসর সাধন ঘোষের সভাপতিত্বে জাতীয় সঙ্গীতের মাধ্যমে সূচনা হয়।
স্বাগত বক্তব্য রাখেন মিনা মিজানুর রহমান। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী আজিজুর রহমান তুহিন, ময়মনসিংহ কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষক বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমা রায়।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, সংস্কৃতিমনষ্ক প্রজন্ম গড়ে তুলতে শুদ্ধ সঙ্গীত-সংস্কৃতি চর্চার বিকল্প নেই, শিক্ষার্থীদের শুদ্ধ রবীন্দ্রসঙ্গীত চর্চা, রবীন্দ্রনাথের জীবন দর্শন এবং বাঙালি সংস্কতিকে লালনের মধ্য দিয়ে দেশবোধে স্নাত হয়ে ওঠার সাফল্য কামনা করেন।
কিশোর বিভাগ সাধারণ বিভাগে মোট দেড় শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করেন প্রফেসর সাধন ঘোষ, শিল্পী আজিজুর রহমান তুহিন, শিল্পী সুমা রায়, নিরঞ্জন রায়, গোপাল মসিদ, সাব্বির কাদির, অশোক কুমার পোদ্দার, শাহীন আবেদীন।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় শিল্পী সাধন ঘোষের পরিচালনায় রবীন্দ্রস্মরণ বিশেষ অনুষ্ঠান “সার্থক জনম আমার জন্মেছি এই দেশে।” অংশগ্রহণ করেন শিল্পী আজিজুর রহমান তুহিন, সুমা রায়, অশোকা দত্ত, সৈয়দা সামিয়া সানম, শুভ্রা সিনহা, চন্দ্র শেখর অধিকারী, মনশ্রী অঞ্জলী রাণী পোদ্দার, বনানী ঘোষ ও মিনা মিজানুর রহমান।
খুলনা গেজেট/কেডি