খুলনার কয়রা উপজেলার হড্ডা এলাকায় অভিযান চালিয়ে ১০কেজি হরিণের মাংস, ২টি হরিণের চামড়া, ৪০০মিটার হরিণ ধরা ফাঁদ ও মোটরসাইকেলসহ দু’জনকে আটক করে কোষ্টগার্ড। গ্রেপ্তারকৃতরা হল- কয়রার হড্ডার অরবিন্দু রায়ের পুত্র জামিনি রায় ও একই এলাকার সুরিনদ্রনাথ মন্ডলের পুত্র অরুন মন্ডল। আটককৃতদের আজ রবিবার (১৮ অক্টোবর) উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হড্ডা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আলম জানান, কোস্ট গার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন, মৎস্য সম্পদ রক্ষা, চোরাচালান নিয়ন্ত্রন ও জননিরাপত্তার পাশাপাশি বন্য পশু-পাখি রক্ষায় কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে। এ সাফল্য এই অভিযানেরই অংশ।
খুলনা গেজেট/এআইএন