“ভবিষ্যৎ নিয়ে ভাবিনা, আমার আল্লাহ নিশ্চয়ই হতাশ করবেন না” মৃত্যুর ঠিক তিন ঘন্টা আগে রনি তার ফেসবুকে এমনটাই পোস্ট করেছিলেন”। কে জানতো তার এমন মৃত্যু হবে?
পুরো নাম মো. তোফিক হাসান রনি। মৃত্যুর এক দিন আগেও তার ফেসবুক পোস্টে লিখেছিলেন,
“জীবন আমাকে নিয়ে খেলে আমি জীবনকে নিয়ে খেলি। দেখি শেষে কে জিতে? হয় জিতবো নয়তো মরবো”
কে জানতো রনির ফেসবুক স্ট্যাটাসের সাথে তার জীবনের সাথে মিলে যাবে।
জীবনের খেলায় হেরে গিয়েছে রনি আর হতাশ করেছেন তার বাবা-মা, আত্মীয় স্বজনকে। কথা রেখেছেন আল্লাহ। তাইতো ছেলের নিথর দেহের পাশে মায়ের আর্তনাদ আর বাকরুদ্ধ পিতা।
খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ঘড়িলাল বাজারে পল্লী বিদ্যুতের লাইন থেকে অবৈধ ভাবে বিদ্যুৎ লাইন নিয়ে ব্যাডমিন্টন খেলা শেষে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় রনির। সে ওই এলাকার পার্শ্ববর্তী মাটি ভাঙ্গা গ্রামের এয়াকুব গাজীর ছোট ছেলে। ২২ নভেম্বর বুধবার রাত ১১ টার সময় এঘটনা ঘটে।
তৌফিকের মামা শরিফ আহম্মেদ জানান, বুধবার রাত বন্ধুদের সাথে ব্যাডমিন্টন খেলা শেষে বিদ্যুৎতের সংযোগ বিচ্ছিন্ন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষণিক স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
খুলনা গেজেট/ এএজে