খুলনা, বাংলাদেশ | ১৪ কার্তিক, ১৪৩১ | ৩০ অক্টোবর, ২০২৪

Breaking News

  দ্রুতই সিটি করপোরেশন, জেলা-উপজেলা পরিষদ ও পৌরসভায় স্থায়ীভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হবে : স্থানীয় সরকার উপদেষ্টা
  খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফের ৩ কর্মী নিহত
  খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে বোমা, অস্ত্র-গুলি ও মাদকসহ ডাকাত দলের ৪ সদস্য আটক
  নড়াইলের তুলারামপুরে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা
  চট্টগ্রামে জুস কারখানায় আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ এনেছে ফায়ার সার্ভিস
খুলনা-২ আসনে একজন, খুলনা-৬ আসনে সর্বোচ্চ ১৫ জন

খুলনায় ছয়টি আসনে নৌকার মাঝি হতে চান যারা

 নিজস্ব প্রতিবেদক

খুলনার ছয়টি আসনে বর্তমান সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ৫৪ নেতাকর্মী দলীয় মনোনয়ন চেয়েছেন। এরমধ্যে খুলনা-২ আসনে (সদর-সোনাডাঙ্গা) একমাত্র আগ্রহী প্রার্থী বর্তমান সংসদ সদস্য, জাতির জনকের ভ্রাতুস্পুত্র সেখ সালাউদ্দিন জুয়েল। আর সবচেয়ে বেশী আগ্রহী খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে ১৫জন। এরমধ্যে দুটি আসনেই প্রার্থী হতে আগ্রহ দেখিয়েছেন একজন।

মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত এসব প্রার্থীরা  কেন্দ্রীয় দপ্তরে মনোনয়ন জমা দিয়েছেন বলে দলীয় সুত্র এ তথ্য জানিয়েছে। তবে দলীয় মনোনয়ন তালিকায় এ সংখ্যা আরো বাড়তে পারে। আগামী বৃহস্পতিবার দলটির প্রার্থী তালিকা চূড়ান্ত হবে।

আওয়ামী লীগের দপ্তরের তথ্য পাওয়া অনুযায়ী, খুলনা-১ ( দাকোপ -বটিয়াঘাটা) মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন বর্তমান সংসদ সদস্য ও হুইপ পঞ্চানন বিশ্বাস, সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল, কেন্দ্রীয় সদস্য ও সংরক্ষিত নারী এমপি অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার, বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান, আওয়ামী লীগ নেতা বিনয় কৃষ্ণ রায়, নান্টু রায়, শ্রীমান্ত অধিকারী রাহুল, সনত কুমার বিশ্বাস, সাবেক সচিব প্রশান্ত কুমার রায় ও চালনা পৌর মেয়র অচিন্ত্য কুমার মন্ডল।

খুলনা-৩ (খুলনা মহানগরের খালিশপুর ও দৌলতপুর থানা) আসনে বর্তমান এমপি ও শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মহানগর সদস্য অধ্যাপক রুনু ইকবাল বিথার, নগর আওয়ামী লীগের যুব ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন হিটলু, দৌলতপুর আওয়ামী লীগ সভাপতি শেখ সৈয়দ আলী ও প্রবাসী আওয়ামী লীগ নেতা শেখ বাদল আহমেদ।

খুলনা-৪, (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী, বর্তমান এমপি আব্দুস সালাম মূর্শেদী , স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: রিজভী আলম, সাবেক এমপি প্রয়াত এস এম মোস্তফা রশিদী সুজার ছেলে ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম খালিদীন রশিদী সুকর্ণ, জেলা সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো: শরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মো: কামরুজ্জামান জামাল, নগর যুবলীগের সভাপতি মো. শফিকুর রহমান পলাশ, যুবলীগ নেতা মো. নুর আলম ও সাবেক এডিশনাল আইজিপি মারুফ আহমেদ।

খুলনা-৫ ( ডুমুরিয়া- ফুলতলা) সংসদীয় আসনে বর্তমান এমপি ও সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সদর থানা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা সরোয়ার, জেলা তথ্য ও গবেষনা সম্পাদক অজয় সরকার, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মো. মাহাবুব-উল ইসলাম, বি এম এ সালাম, ডা.গনি মোল্যা, সরদার আবু সালেহ,  ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি জোয়ারদার, শেখ আকরাম হোসেন, এড. প্রতাপ কুমার রায়, আজগর বিশ্বাস তারা ও চৈতালী হালদার।

খুলনা-৬ ( কয়রা- পাইকগাছা) আসনে বর্তমান সংসদ সদস্য মো. আখতারুজ্জামান বাবু, সাবেক এমপি অ্যাডভোকেট সোহরাব আলী সানা, জেলা যুগ্ম সম্পাদক কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ রাশেদুল ইসলাম রাসেল, কয়রা আওয়ামী লীগ সভাপতি জিএম মহসিন রেজা, উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শেখ মনিরুল ইসলাম, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইকবাল মন্টু, আওয়ামী লীগের জেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মুহাম্মদ শহীদুল্লাহ, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার জিএম মাহবুবুল আলম, সাবেক পাইকগাছা উপজেলা সভাপতি মো রাশিদুজ্জামান মোড়ল, জেলা নেতা মো. খাইরুল আলম, এস এম সাইফুল্লাহ আল মামুন ও যুবলীগ নেতা এস এম রাজু।

খুলনা-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা ও নগর আওয়ামী লীগ ফারুক হাসান হিটলু বলেন, ‘খুলনা শিল্পাঞ্চলখ্যাত খালিশপুর, দৌলতপুর ও খানজাহান থানা এলাকায় সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মীদের সঙ্গে দীর্ঘদিন কাজ করছি। দল মনোনয়ন দিলে বিজয়ের ব্যাপারে আশাবাদী।’

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম খালিদীন রশিদী সুকর্ণ বলেন, আমার বাবা এস এম মোস্তফা রশিদী সুজা আমৃত্যু দল ও মানুষের জন্য কাজ করেছেন। আমি তাঁর দেখানো পথেই হাঁটতে চাই। গেল কয়েক বছর ধরে নিবার্চনী এলাকায় সাধারণ মানুষের মধ্যে কাজ করতে চেষ্টা করেছি। বাড়ি উঠান বৈঠক, সভা, সংকটে ও সমস্যায় পাশে থেকেছি। দলের কাছে মনোনয়ন চেয়েছি। দলীয় প্রধান যে সিদ্ধান্ত দিবেন, সেই অনুযায়ী কাজ করবো।

অপরদিকে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আগামী বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করতেই এই সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা ডাকা হয়েছে বলে জানিয়েছেন দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
তিনি বলেন, মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে এ সভা শুরু হবে। সভায় ৩০০ সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হবে।সভার প্রথম দিনে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সংসদীয় আসনগুলোর মনোনয়ন চূড়ান্ত করা হবে।
বিপ্লব বড়ুয়া জানান, আগের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা দলটির সভাপতির ধানমন্ডি কার্যালয়ে এবং প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হতো। তবে এবার নির্বাচনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে রাজনৈতিক কোনো কার্যক্রম করবেন না। তাই ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁওয়ের কার্যালয়ে হবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!