মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মেদ মুইজ্জু বলেছেন, মালদ্বীপ থেকে বিদেশি সৈন্যদের ফেরত পাঠানো হবে। একই সঙ্গে তার দেশে থাকা ভারতীয় সৈন্যদের ফেরত পাঠানোর বিষয়টিও পুনর্ব্যক্ত করেন তিনি। খবর আল জাজিরা
শুক্রবার (১৭ নভেম্বর) তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। মালদ্বীপের নতুন প্রেসডেন্ট মুইজ্জু ব্যাপক চীনপন্থি। তবে আগের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মেদ সলিহ ছিলেন মূলত ভারতপন্থি। যদিও তিনি ক্ষমতায় আসার পর বলেছিলেন, চীন ও ভারতের সঙ্গে ব্যবসায়ীক কার্যক্রম চালিয়ে যাবেন।
মুইজ্জু বলেন, মালদ্বীপের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের স্পষ্ট চিহ্ন আঁকা হবে। এজন্য বিদেশি সৈন্যদের ফেরত পাঠানো হবে। আমি শুধু বিদেশিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখব। সে কাছের কিংবা দূরের হোক।ভারত এবং চীন উভয় দেশই মালদ্বীপে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। গত সেপ্টেম্বরে মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি (এমডিপি) থেকে জয়লাভ করেন মুইজ্জু। এরপরই তিনি ভারতীয় সৈন্য দেশ থেকে পাঠানোর জন্য তৎপর হয়ে ওঠেন।
মালদ্বীপে প্রায় ৭৫ ভারতীয় সৈন্য রয়েছে। এছাড়া দেশটিতে প্রায় ২১ হাজার ভারতীয় রয়েছে।
মুইজ্জু প্রেসিডেন্ট হিসেবে জয়লাবের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ভারত সব সময়ই মালদ্বীপের সঙ্গে দ্বিপাক্ষিত সম্পর্কের গুরুত্ব দেয়।
এদিকে প্রেসিডেন্টে মোহাম্মেদ মুইজ্জার শপথ গ্রহণ অনুষ্ঠানে চীন ও ভারত উচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠিয়েছে।
খুলনা গেজেট/কেডি