বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেলের কানাইনগর সংলগ্ন এলাকায় এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১ নামক একটি লাইটার জাহাজ ডুবে গেছে।
শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে পশুর নদীর কানাইনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় লাইটারের কর্মচারীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।
মোংলা লাইটার শ্রমিক অ্যাসোসিয়েশনের মোংলা শাখার সহ সভাপতি মাইনুল হোসেন মিন্টু জানান, বন্দরের হারবাড়ীয়া এলাকা থেকে কয়লাবাহী একটি বাণিজ্যিক জাহাজ থেকে কয়লা বোঝাই করে এমভি প্রিন্স অব ঘষিয়াখালী নৌযানটি। এরপর যশোরের নোয়াপাড়া ঘাটে যাওয়ার জন্য শুক্রবার ভোরে হারবাড়িয়াব এলাকা থেকে ছেড়ে আসে লাইটারটি। পশুর নদীর কানাইনগর এলাকায় আসলে দুপুর সোয়া ২টার দিকে লাইটারটি ডুবে যায়। ডুবে যাওয়া লাইটারের ধারণক্ষমতা ৮০০ টন। তবে ডুবে যাওয়ার সময় কত টন কয়লা বোঝাই ছিল বা ডুবে যাওয়ার কারণ নিশ্চিত হওয়া যায়নি।
খুলনা গেজেট/ টিএ