বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি আজ শুক্রবার (১৭ নভেম্বর) রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে এটি দেশের ১১ জেলায় আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টির নাম দেয়া হয়েছে ‘মিধিলি’। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভোর রাত থেকে খুলনায় অঝোর ধারায় বর্ষা হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে কর্মজীবী মানুষ।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এটি সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে মোংলা, বরিশাল ও চট্টগ্রাম উপকূল পার হতে পারে। গতকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে হচ্ছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি।
তবে গভীর সাগরে সৃষ্ট নিম্নচাপ যে ঘূর্ণিঝড়ের বার্তা দিচ্ছে তা জানা যায় আবহওয়ার পূর্বভাসে। মিধিলি নামে এই ঘূর্ণিঝড়টি শুক্রবার সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ বাংলাদেশ অতিক্রম করবে। যার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার।
গভীর নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। বর্তমানে এটি আরও শক্তি সঞ্চয় করছে। গভীর নিম্নচাপের প্রভাবে ঝোড়ো হাওয়ার আশঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি সারাদেশে শীত নামিয়ে আনতে কিছুটা সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা। তিনি জানান, নিম্নচাপ কেটে যাওয়ার পর কয়েকদিনের ব্যবধানে আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এ মাসের শেষ দিকে আবার একটি নিম্নচাপ হতে পারে।