খুলনা, বাংলাদেশ | ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  রিয়াজ, ফেরদৌস ও চঞ্চলসহ ১৪ শিল্পীর নামে হত্যাচেষ্টা মামলা
  কুয়েটের অন্তর্বর্তী উপাচার্যের দায়িত্ব পেলেন মো. হযরত আলী

টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া প্রতিবেদক

ইডেন গার্ডেন্সে বৃষ্টির সম্ভাবনা ৩৬ শতাংশ। বৃষ্টি ম্যাচ চলাকালীন না হওয়ার সম্ভাবনাও আছে। তবে আকাশ মেঘে ঢাকা থাকবে এটি নিশ্চিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টির শঙ্কা মাথায় নিয়ে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।

প্রোটিয়ারা রান তাড়ায় বেশ দুর্বল। আসরে রান তাড়া করে দুই ম্যাচে হেরেছে তারা। আফগানিস্তানের বিপক্ষে রান তাড়া করে জিতলেও তা সহজ ছিল না। সেমিফাইনালের লড়াইয়ে তাই রান তাড়ার ঝুঁকিতে যেতে চায়নি প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন প্রোটিয়া অধিনায়ক বাভুমা। তবে ফাইনালে যাওয়ার লড়াইয়ে একাদশে আছেন তিনি। এছাড়া ইডেনের স্পিন সহায়ক উইকেটের কথা ভেবে লেগ স্পিনার তাবরেজ শামসিকে একাদশে রেখেছে তারা। আছেন কেশব মহারাজও।

অন্যদিকে অস্ট্রেলিয়া পেস অলরাউন্ডার মার্কাস স্টইনিসকে বসিয়ে একজন ব্যাটার বাড়িয়েছে। একাদশে আছেন স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশানে। সেক্ষেত্রে গ্লেন ম্যাক্সওয়েল ও মিশেল মার্শকে দশ ওভার বোলিংয়ের দায়িত্ব নিতে হবে।

দক্ষিণ আফ্রিকার একাদশ: কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা, রেসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, গেরাল্ড কোয়েটজে, কাগিসু রাবাদা, তাবরেজ শামসি।

অস্ট্রেলিয়ার একাদশ: ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিশেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংগলিস, প্যাট কামিন্স, মিশেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জস হ্যাজলউড।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!