নগরীর মুজগুন্নিস্থ জামি’আ রশীদিয়া গোয়ালখালী (ক্যাডেট মাদ্রাসা) খুলনায় চরমোনাই’র নমুনায় ৩ দিনব্যাপী ৩৯ তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকির বুধবার (১৫ নভেম্বর) দুপুর ৩টায় পীর সাহেব চরমোনাই (রহ) এর খলীফা হযরত হাফেজ মাওলানা আব্দুল আউয়াল সাহেবের উদ্বোধনী বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
উল্লেখ্য যে, জামি’আ রশীদিয়া গোয়ালখালী ক্যাডেট মাদ্রাসার এই মাহফিলটিকে ঘিরে জনসাধারনের মাঝে অনেক উৎসাহ ও উদ্দিপনা কাজ করে থাকে, পদ্মার এপারে দক্ষিনবঙ্গের সারা জাগানো একটি মাহফিল হিসাবে এটি বিবেচিত হয়ে থাকে। উদ্বোধনী বয়ানে খুলনার বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রান মুসল্লিগন ছুটে এসে জমায়েত হয়। আগত মুসল্লিদেরকে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
আব্দুল আউয়াল সাহেব বলেন- দেশ ও মানবতার মহান দূত মহামানব হযরত মুহাম্মাদ সঃ এর আদর্শকে যদি আমরা অনুসরন করে মেনে চলতে পারি তাহলে দুনিয়া এবং আখেরাতে আমরা কল্যানকামী হবো। রাসুল সঃ এর আদর্শের বাস্তবায়ন ছাড়া দেশ ও মানবতার কল্যান আসতে পারে না, তাই সবাইকে রাসুল সঃ এর আদর্শের পথে ফিরে আসতে হবে। ইসলামের সঠিক জ্ঞান আহরন করে সবাই যেন নিজেকে সংশোধন করে ইসলাম ধর্ম মেনে চলতে পারে সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হয় এবং দেশ ও মানবতার কল্যানের জন্য আল্লাহর নিকট দোয়া করা হয়।
গতকাল বাদ এশা প্রথম দিন প্রধান অতিথির মূল্যবান নসিহত রাখেন নায়েবে আমীরুল মুজাহিদীন শাইখুল হাদীস আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)। আজ ২য় দিন এবং আগামীকাল ৩য় দিন প্রধান অতিথি হিসাবে বয়ান রাখবে আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
প্রথম দিনের ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরে উপস্থিত ছিলেন স্থানীয় ও জাতীয় পর্যায়ের দেশ বরেন্য ওলামায়েকেরাম এবং সর্বস্থরের ধর্মপ্রান মুসল্লীগন।
খুলনা গেজেট/কেডি