বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের দুই পাশে রাখা লোহার ব্যারিকেড সরিয়ে নিয়েছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে এই ব্যারিকেড সরিয়ে নেয়া হয়। এদিকে আজ থেকে তালাবদ্ধ কার্যালয়ের সামনে থাকা পুলিশ সদস্যদের একটু দূরে সরে অবস্থান নিতে দেখা গেছে।
গত ২৮শে অক্টোবর মহাসমাবেশে সংঘর্ষের পর থেকে নয়াপল্টন কার্যালয় তালাবদ্ধ রয়েছে। তখন থেকেই কার্যালয় কার্যত পুলিশের নিয়ন্ত্রণে। কার্যালয়ের সামনে ক্রাইস সিনের ফিতা লাগায় পুলিশ। বিএনপি কার্যালয় ও এর আশপাশে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পর্যায়ক্রমে দিনরাত ২৪ ঘণ্টা তারা সেখানে অবস্থান করছেন। এ ছাড়া গত ৮/১০ দিন আগে কার্যালয়ের সামনে লোহার ব্যারিকেড বসানো হয়। এদিকে গত কয়েকদিনে বিএনপি কার্যালয়ের সামনে ও এর আশপাশের এলাকা থেকে দলটির বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
ওদিকে, মঙ্গলবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অবরোধে নাশকতায় আহতদের দেখতে গিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, বিএনপি কার্যালয়ে পুলিশ তালা মারেনি, তারা নিজেরাই তালা মেরে রেখেছে এবং তারা এখন সেখানে আসে না। কেন আসে না- সেটা তারাই ভালো বলতে পারবে।
আমাদের পুলিশ সেখানে সবসময়ই থাকে নিরাপত্তার জন্য। মাসের ৩০ দিনই সেখানে পুলিশ প্রহরায় থাকে, একইভাবে এখনও সেখানে পুলিশ আছে।
খুলনা গেজেট/ টিএ