খুলনা, বাংলাদেশ | ১৪ কার্তিক, ১৪৩১ | ৩০ অক্টোবর, ২০২৪

Breaking News

  দ্রুতই সিটি করপোরেশন, জেলা-উপজেলা পরিষদ ও পৌরসভায় স্থায়ীভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হবে : স্থানীয় সরকার উপদেষ্টা
  খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফের ৩ কর্মী নিহত
  খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে বোমা, অস্ত্র-গুলি ও মাদকসহ ডাকাত দলের ৪ সদস্য আটক
  নড়াইলের তুলারামপুরে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা
  চট্টগ্রামে জুস কারখানায় আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ এনেছে ফায়ার সার্ভিস

ফুলতলায় শীতেরঘাটে দুটি ট্রাকে রহস্যজনক আগুন

ফুলতলা প্রতিনিধি

ফুলতলার দক্ষিণডিহি শীতেরঘাট ভৈরবনদ সংলগ্ন প্র্রোমিজ ট্রেডার্সের ঘাটে দাড়িয়ে থাকা দুইটি ট্রাকে রহস্যজনক আগুন লাগে। এতে তাজপুর গ্রামের শেখ আবু দাউদের এবং পয়গ্রামের সেলিম কাজীর ক্ষতিগ্রস্থ হয়। পরবর্তীতে ঘাটের শ্রমিকেরা ভ্যেকু গাড়ী দিয়ে বালু ছিটিয়ে এবং ঘাটে নোঙ্গর করা সার ভর্তি জাহাজের হোস পাইপ দিয়ে ঘন্টাব্যাপী পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে আগুনে ট্রাক দুইটি আংশিক ক্ষতিগ্রস্থ হয়। এ ব্যাপারে ঘাটের ইনচার্জ শেখ আসলাম সেহোন বলেন, হঠাৎ করে ট্রাকের মধ্য হতে ধোয়া বের হতে দেখি। তাৎক্ষণিক ফায়ারসার্ভিজ ঘাটের লাইটার জাহাজগুলোর মাধ্যমে পানি ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি।

খবর পেয়ে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান ও ফুলতলা থানার ওসি মোহাম্মদ আব্দুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে মোহাম্মদ আব্দুল হক জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!