খুলনা, বাংলাদেশ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রীতি ম্যাচ : মালদ্বীপকে ২-১ গোলে হারাল বাংলাদেশ, সিরিজ শেষ হলো ১-১ সামতায়
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪
  আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার, বাক স্বাধীনতার : ড. ইউনূস
  জুলাই-আগস্টে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে সময় লাগবে : উপদেষ্টা আসিফ

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান বরখাস্ত

গেজেট ডেস্ক

ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভেরম্যানকে বরখাস্ত করা হয়েছে। ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের প্রতি পক্ষপাতিত্ব প্রদর্শনের জন্য পুলিশ বাহিনীকে দোষারোপ করার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী ঋষি সুনাক সোমবার তাকে বরখাস্ত করলেন। কে তার স্থলাভিষিক্ত হচ্ছেন, তা এখনো বলা হয়নি।

গত শনিবার গাজায় ইসরাইলি হামলা বন্ধের দাবি জানিয়ে লন্ডনে তিন লাখের বেশি লোক সমবেত হয়। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কট্টর ইসরাইলপন্থী হিসেবে পরিচিত। স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় যুদ্ধবিরতির দাবি জানানো বিক্ষোভকারীদের আইন লঙ্ঘনকারী এবং ‘ঘৃণার মিছিলকারী’ হিসেবে অভিহিত করেন। তিনি যুদ্ধবিরতির আহ্বান জানানো লোকদের সমবেত হওয়ার সুযোগ দানের জন্য পুলিশের তীব্র সমালোচনা করেন।

পুলিশকে আক্রমণ করে সুয়েলার এই বক্তব্য সরকার ও বিরোধী কোনো দলই ভালোভাবে নেয়নি। উভয় পক্ষই তার বক্তব্যকে ‘আক্রমণাত্মক’ এবং ‘জ্বালাময়ী’ হিসেবে অভিহিত করে।

৪৩ বছর বয়স্কা সুয়েলা ছিলেন ভারতীয় বংশোদ্ভূত মন্ত্রী। তার মা-বাবা যথাক্রমে কেনিয়া ও মরিশাস থেকে ব্রিটেনে অভিবাসন করেছিলেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!