বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

সার্কিট হাউজ মাঠমুখী সড়কে যান চলাচল বন্ধ, অন্য সড়কে নিয়ন্ত্রিত

নিজস্ব প্রতিবেদক

খুলনা সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের মহাসমাবেশকে কেন্দ্র করে নগরীর যান চলাচল নিয়ন্ত্রণ করেছ খুলনা মেট্রোপলিটন পুলিশ। সোমবার ভোর থেকে সার্কিট হাউজ মাঠমুখী সব কটি সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। অন্য সড়কগুলোতেও যান চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। এতে সড়কে যানবাহনের সংখ্যা কমে গেছে।

সোমবার সকাল ৭টায় নগরীর শিববাড়ি মোড়ে গিয়ে দেখা গেছে, সার্কিট হাউজ মাঠমুখী যানবাহন আটকে দেওয়া হচ্ছে। নগরীর পাওয়ার হাউজ মোড়, ফেরিঘাট, ডাকবাংলো, পিকচার প্যালেস, থানার মোড়সহ প্রতিটি মোড়ে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। সড়কে যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

এছাড়া কেডিএ অ্যাভিনিউতে যান চলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে। ওই সড়কেও হাতে গোনা অল্প কিছু ইজিবাইক ও রিকসা চলাচল করেছে। সড়কে যানবাহনের সংখ্যা একেবারেই কম। এতে সকালে জরুরী প্রয়োজনে বাড়ি থেকে বের হয়ে বিপাকে পড়েছে মানুষ।

প্রসঙ্গত,  দুপুর ২টায় সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী  ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। মহাসমাবেশে ১০ লাখ মানুষ সমাগম হবে বলে আশা করছেন আওয়ামী লীগ নেতারা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন