ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরের জনপ্রিয় পর্যটন গন্তব্য ডাল লেকে হাউসবোটে আগুনে প্রাণ হারানো তিন বাংলাদেশি পর্যটকের পরিচয় মিলেছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র রোববার জানায়, ওই তিন বাংলাদেশি হলেন গণপূর্ত বিভাগের রাঙ্গামাটি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল, গণপূর্তের চট্টগ্রাম বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ইমন দাশগুপ্ত ও গণপূর্ত বিভাগের ঠিকাদার মাঈনুদ্দিন।
স্থানীয় সময় শনিবার ভোর পাঁচটার দিকে ভয়াবহ আগুনে পুড়ে যায় ডাল লেকের কয়েকটি হাউসবোট। সেগুলোর একটিতে ছিলেন তিন বাংলাদেশি।
কাশ্মীরের পুলিশের বরাতে এনডিটিভির খবরে বলা হয়, শনিবার ভোরে ডাল লেকের ৯ নম্বর ঘাটে থাকা হাউসবোট থেকে আগুনের সূত্রপাত। সেখান থেকে পাশাপাশি কয়েকটি বোটে আগুন ছড়িয়ে পড়ে। এতে মুহূর্তেই পুড়ে যায় কয়েকটি হাউসবোট।
আগুন ধরার কয়েক ঘণ্টা পর ‘সাফিনা’ নামের হাউসবোটের ধ্বংসাবশেষ থেকে ওই তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, শনিবার ডাল লেকে অন্তত পাঁচটি হাউসবোট পুড়ে ছাই হয়ে যায়। এ ছাড়াও কয়েকটি হাউসবোট ক্ষতিগ্রস্ত হয়।
খুলনা গেজেট/এনএম