Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

কাশ্মীরে হাউস বোটে আগুন, বাংলাদেশি ৩ পর্যটকের মৃত্যু

গেজেট ডেস্ক

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরের জনপ্রিয় পর্যটন এলাকা ডাল লেকে কয়েকটি হাউস বোটে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

কাশ্মীর পুলিশ জানিয়েছে, গতকাল শনিবার ভোররাতে ডাল লেকে নোঙ্গর করে রাখা একটি হাউস বোটে আগুন লাগে। এরপর সে আগুন আশপাশে থাকা আরও কয়েকটি বোটে ছড়িয়ে পড়ে।

এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘শনিবার ভোরের এ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি হাউস বোট পুড়েছে। এর মধ্যে এক বোটে থাকা তিনজন বাংলাদেশি পর্যটক মারা গেছেন। আর দগ্ধ হয়েছেন সাতজন।’

হাউস বোটে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে তন্দন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। কাশ্মীরের কর্মকর্তারা জানান, ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হওয়ার কথা প্রাথমিক তদন্তে জানা গেছে।

সরকারি হিসাব অনুযায়ী, ২০২২ সালে জম্মু ও কাশ্মীর যান এক কোটি ৬২ লাখের বেশি পর্যটক।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন