বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন সব দলের অংশগ্রহণে অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠভাবে সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন কানাডার আট সংসদ সদস্য। সরকার মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করবে বলেও তারা আশা প্রকাশ করেছেন।
এ আহ্বান জানিয়ে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লিখেছেন কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের সদস্যরা। চিঠিতে তারা লিখেছেন, ‘২০২৪ সালের জানুয়ারিতে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখার জন্য আমরা গভীর ইচ্ছা প্রকাশ করছি।’
ভোটারদের ভীতি প্রদর্শন, ভোট কারচুপি এবং ব্যালট বাক্স ভর্তি করার বিরুদ্ধে সরকার পদক্ষেপ নেবে বলে তারা আশা প্রকাশ করেছেন। চিঠিতে তারা লিখেছেন, ‘আমরা আশা করি, আপনার সরকার সহিংসতা প্রতিরোধ করার জন্য সব কিছু করবে এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে সব বাংলাদেশির সুরক্ষা নিশ্চিত করবে। আমরা আশা করি, আপনার সরকার সব যোগ্য বাংলাদেশী নাগরিকের নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের ব্যবস্থা করবে।’
চিঠিতে স্বাক্ষর করেন কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ার ব্র্যাড রেডেকপ, ভাইস চেয়ার সালমা আতাউল্লাহজান, সালমা জাহিদ, কেন হার্ডি, ল্যারি ব্রক, রবার্ট কিচেন, লাক ডেসিলেট ও কেভিন ওয়াগ।