বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ কর্মসূচীতে ৯২টি গাড়িতে অগ্নিসংযোগ ও ২০০টি গাড়ি ভাংচুর করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
গত ২৮ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত এসব গাড়িতে হামলা হয় বলে জানায় সংগঠনটি। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সংগঠনের দপ্তর সম্পাদক সামদানী খন্দকারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিএনপি-জামায়াতের হরতাল অবরোধ উপেক্ষা করে বুধ ও বৃহস্পতিবার গাড়ি চালানোয় মালিক ও শ্রমিকদের ধন্যবাদ জানিয়েছেন, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। আগামীতে বিএনপি-জামায়াত নতুন কর্মসূচী দিলে তখনও গাড়ি চালাতে মালিক-শ্রমিকদের প্রতি আহবান জানান।
একইসঙ্গে তিনি বলেন, আন্দোলনের নামে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। হরতাল-অবরোধের সময়ে গাড়ি চলাচলে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানান।
খুলনা গেজেট/কেডি