দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে সামনে রেখে নির্বাচন কমিশনের ব্যস্ততা বেড়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে পৃথক বৈঠক করেন তিন গোয়েন্দা সংস্থার প্রধান। বেলা সাড়ে ১১টার দিকে পূর্বনির্ধারিত সময় অনুসারে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক সিইসির সঙ্গে বৈঠক করেন। তার আগে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম এবং বিকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল টিএম জোবায়ের সিইসির সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেন।
এ ছাড়া নির্বাচন কমিশন অনিয়মের অভিযোগ আমলে নিয়ে চলমান জাতীয় সংসদের ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনের ফলাফলের গেজেট স্থগিত করে তদন্তের সিদ্ধান্ত নেয়। ব্যস্ত এ সময়ের মধ্যে নির্বাচন কমিশনারদের মধ্যে সৃষ্ট মতানৈক্যেরও অবসান হয়।
।। সিইসির সঙ্গে তিন গোয়েন্দা সংস্থার প্রধানদের বৈঠক ।।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ১৩ নভেম্বর খুলনায় প্রধানমন্ত্রীর সফর, সেখানে ২৪টি প্রকল্পের উদ্বোধন ও জনসভা থাকায় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে ১৪ নভেম্বর। তফসিল ঘোষণা উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার জন্য সিইসি প্রস্তুতি শুরু করেছেন। এ-সংক্রান্ত আগের সিইসিদের ভাষণগুলো সংগ্রহ করেছেন তিনি।আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর ভাষণ রেকর্ডিংয়ের জন্য বিটিভিকে ডাকা হতে পারে। ভোট গ্রহণের তারিখ ৬ অথবা ৭ জানুয়ারি নির্ধারণ হতে পারে বলেও সংশ্লিষ্ট সূত্রের ধারণা।
সিইসির সঙ্গে তিন গোয়েন্দা সংস্থার প্রধানদের কী বিষয়ে আলেচনা হয়েছে—জানতে চাইলে মঙ্গলবার বিকালে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘সিইসির সঙ্গে তাদের কী আলোচনা হয়েছে তা আমি কীভাবে বলব? যেহেতু সামনে নির্বাচনের (দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন) তফসিল ঘোষণাসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় রয়েছে—এ ধরনের সাক্ষাৎ আলোচনা প্রতিদিনই হতে পারে।’
খুলনা গেজেট/কেডি