খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, খুলনা মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি, সিনিয়র আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা এড. এস আর ফারুক আর নেই (ইন্না…রাজেউন)। সোমবার (৬ নভেম্বর) দিনগত রাত আনুমানিক ২.৩০ মিনিটে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী মিসেস রেহেনা পারভীন স্বপ্না ও এক ছেলে মোহম্মদ বেনজীর শাহ্ শোভনসহ বহু আত্মীয়-স্বজন গুনাগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর মরহুমের নামাজে জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় বিএনপি, আইনজীবীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী: পশ্চিম টুটপাড়া, ৭ম গলির বাসিন্দা মরহুম শাহ মো: তৈয়বুর রহমান ও মরহুমা সামছুর নাহার দম্পত্তির সংসারে ১৯৫৮ সালের ৪ ফেব্রুয়ারি জন্মগ্রহন করেন এস আর ফারুক। খুলনা জিলা স্কুল থেকে ১৯৭৩ সালে এসএসসি, সুন্দরবন আর্দশ কলেজ থেকে ১৯৭৫ সালে এইচএসসি, ১৯৮০সালে স্নাতক ও খুলনা সিটি আইন মহাবিদ্যালয় থেকে ১৯৮২ সালে এলএলবি পাশ করেন। ১৯৮৪ সালে ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ বার কাউন্সিলে তালিকা ভুক্তির পরে ওই তারিখেই তিনি খুলনা জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য, সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক হিসেবে খুলনা জেলা আইনজীবী সমিতি দায়িত্ব পালন করেন।
এছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম- খুলনার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগরীর সাবেক সহ-সভাপতি ছিলেন। মৃত্যুর পুর্ব পর্যন্ত তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এড. এস আর ফারুকের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতিসমবেনা জানিয়েছে বিভিন্ন সংগঠন।
খুলনা বিএনপির শোক: খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, খুলনা মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. এস আর ফারুক’র মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড, শফিকুল আলম মনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবু, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি প্রমূখ।
আইনজীবী ফোরাম ও ইউএলএফ শোক: খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এড. এস আর ফারুকের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতিসমবেনা জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও ইউএলএফ’র নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন এড. গাজী আব্দুল বারী, এড. আব্দুল মালেক, এড. শেখ আব্দুল আজিজ, এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, এড. মোহাম্মদ ইউনুস, এড. শেখ মাসুদ হোসেন রনি, এড. শেখ নুরুল হাসান রুবা, এড. মোল্লা মোহাম্মদ মাসুদ রশিদ, এড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার, এড. সত্য গোপাল ঘোষ, এড. শফিকুল ইসলাম জোয়াদ্দার খোকন, এড. কানিজ ফাতেমা আমিন, এড. তছলিমা খাতুন ছন্দা, এড. হালিমা আক্তার খানম, এড. মোল্লা মশিউর রহমান নানু, এড. এ. কে, এম, শহিদুল আলম শহীদ, এড. মাহফুজুর রহমান মফিজ, এড. আমিনুল ইসলাম মিঠু, এড. আলাউদ্দিন আল মামুন, এড. শেখ আলফাজ হোসেন, এড. মোঃ রেজাউল ইসলাম, এড. সৈয়দ মনিরুজ্জামান, এড. মোহাম্মদ আলী বাবু, এড. এস, এম, ইমদাদুল হক হাসিব, এড. কাজী খালিদ হাসান জনি, এড. আলাউদ্দিন আল মাসুদ লিটন, এড. এহতেশামুল হক জুয়েল, এড. আবু হুরায়রা সোহেল, এড. মুজাহিদুল ইসলাম শামীম, এড. জাহিদুজ্জামান, এড. কামরুন নাহার হেনা, এড. জয়দেব সরকার, এড. আজমিরুল হামজা জেমস, এড. ওয়াছিউর রহমান হিরক, এড. হাবিবুর রহমান মালি, এড. রুহুল কুদ্দুস, এড. মোঃ মাহমুদুল হাসান সবুজ, এড. শেখ সোহান ইসলাম, এড. রেবেকা আক্তার, এড. নাইমা আক্তার, এড. ফারজানা এলিজা, এড. মাহমুদা খাতুন সব্জি, এড. সাকিরা ফেরদৌস রিমি, এড. জাকিয়া সুলতানা ইরানী প্রমুখ। অনুরুপ বিবৃতি দিয়েছেন ইউনাইটেড ল’ইয়ার ফ্রন্ট, খুলনা-এর সভাপতি এড. গাজী আব্দুল বারী, সহ এড. আনসার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এড. আ.ফ.ম. মহসীন, এড. লতিফুর রহমান বাবু, এড. আকতার জাহান রুকু, এড. ড. জাকির হোসেন, এড. শহিদুল ইসলাম, এড. মনিরুল ইসলাম পান্না প্রমুখ।