গাজীপুরের কোনাবাড়ীতে রাস্তা অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভের খবর পাওয়া গেছে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা দুইটি বাসে আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে ওই ঘটনা ঘটে।
এদিকে, গত কয়েকদিন ধরে আশুলিয়া ও গাজীপুরের বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীরা। এসময় কারখানা ভাঙচুর এবং রাস্তা বন্ধ করার চেষ্টা করা জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ছোঁড়ে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা।
পোশাক কর্মীরা রাস্তায় নেমেছেন কারণ যে বেতন তারা পান তা দিয়েই আর তাদের সংসারের খরচ মেটানো যাচ্ছে না।
খুলনা গেজেট/ টিএ