বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

জোড়া উইকেট হারিয়ে চাপে শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক

প্রথম ওভারে উইকেট নেওয়ার পরে সাকিব আল হাসান ও তানজিম সাকিব একটু পরপর ব্রেক থ্রু দেন। ৬৬ ও ৭২ রানে দুই উইকেট তুলে নেন তারা। শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেই ১৩৫ রানে আরও দুই উইকেট হারিয়েছে লঙ্কানরা। এর মধ্যে অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেল ম্যাথুস ‘টাইম আউট’ হয়েছেন।

শ্রীলঙ্কা ২৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৯ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা আশালঙ্কা ৩৮ রান করেছেন। তার সঙ্গী ধনাঞ্জয়া ডি সিলভা।

এর আগে লঙ্কান ওপেনার কুশল মেন্ডিসকে (৪) প্রথম ওভারে আউট করেন শরিফুল। কুশল মেন্ডিস ১৯ ও পাথুন নিশাঙ্কা ফিরে যান ৪১ রান করে। পরে সাদিরা সামারাবিক্রমা ৪২ বলে ৪১ রান করে সাজঘরে ফেরেন। ক্রিজে এসে কোন বল না খেলেই আউট হন ম্যাথুস। তিনি ক্রিজে এসে ব্যাট করার জন্য আইসিসির বেধে নেওয়া সময় মিস করেন। ক্রিকেটে যাকে টাইম আউট বলে।

শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের একাদশে এসেছে এক পরিবর্তন। পুরোপুরি ফিট নন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারের পরিবর্তে একাদশে এসেছেন তানজিম হাসান সাকিব। বিশ্বকাপে এটিই তার অভিষেক ম্যাচ। দুটি পরিবর্তন আছে শ্রীলঙ্কা দলে। ধনাঞ্জয়া ডি সিলভা ও কুশল পেরেরা দলে এসেছেন। দুশমন হেমন্ত ও দিমুথ করুনারত্নের জায়গায় খেলবেন তারা।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন